খুলনা মেট্রোপলিটিন এলাকায় চলাচলরত সকল যানবাহনের রুট নির্ধারন এবং রুট পারমিট প্রদানসহ নগরীর ট্রাফিক শৃংঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সভাপতিত্বে মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটি (মেট্রো KTC) রয়েছে। এছাড়া সড়কের ট্রাফিক শৃংঙ্খলা এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দায়িত্ব পালন করে থাকে।
Hot Lines - KMP : 01320 060998