Khanjahan Ali

খানজাহান আলী থানার অবস্থান-খুলনা যশোর মহাসড়ক পাশ্ববর্তী ২০০ গজ পূর্বে শ্যামগঞ্জ মৌজায় ২ তলা বিশিষ্ট ভবন অবস্থিত। থানার সীমানা ফুলবাড়িগেট হইতে পথের বাজার পর্যন্ত যার আয়তন ৩৩.০৭ বর্গ কিঃ মিঃ। থানা এলাকায় মোট জনসংখ্যা আনুমানিক ১,২৫,৭২২ জন। অত্র থানায় কেসিসি‘র ১টি ওয়ার্ড (কিছু অংশ), ২টি ইউনিয়ন ও ৬টি বিট কার্যলয় রয়েছে। এছাড়া ০৩টি পুলিশ ফাঁড়ি, ০১টি পুলিশ ক্যাম্প ও পুলিশ বক্স রয়েছে। যথা, ১. ফুলবাড়িগেট পুলিশ ফাঁড়ি ২. শিরোমনি পুলিশ ফাঁড়ি ৩. আটরা পুলিশ ফাঁড়ি ৪. পথেরবাজার পুলিশ ক্যাম্প ও ফুলবাড়িগেট পুলিশ বক্স অবস্থিত। উক্ত থানার জমির পরিমান-৩.০০ একর। থানা এলাকায় বিটিসিএল, বাংলাদেশ ক্যাবল শিল্প কর্পোরেশন, এ্যাসেনসিয়াল ড্রাগস্ প্লান্ট, কুয়েট, জাহানাবাদ ক্যান্টনমেন্ট, পিটিসি, বিআরটিএ, বিএনএসবি (চক্ষু হাসপাতাল), আরআরএফ পুলিশ লাইন্স, জেলা পুলিশ লাইন্স, ৩ এপিবিএন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

Staff Information:

Sl No. Designation Contact
1 অফিসার ইনচার্জ ০৪১-৭৮৫৪৫৭, ০১৩২০-০৫৮৫৯৩
2 পুলিশ পরিদর্শক (তদন্ত) ০১৩২০-০৫৮৫৯৪
3 ডিউটি অফিসার ০১৩২০-০৫৮৫৯৯
4 ১ নং বিট (এ্যাজাক্স জুট মিল ক্লাব) ০১৩২০-০৫৮৬০১
5 ২ নং বিট (ফুলবাড়িগেট পুলিশ বক্স) ০১৩২০-০৫৮৬০৮
6 ৩ নং বিট (যোগীপোল রেলগেট) ০১৩২০-০৫৮৬০৩
7 ৪ নং বিট (শিরোমনি ৩৪নং ওয়ার্ড) ০১৩২০-০৫৮৬০৫
8 ৫ নং বিট (গিলাতলা পাকার মাথা) ০১৩২০-০৫৮৬০৯
9 ৬ নং বিট (আফিলগেট) ০১৩২০-০৫৮৬০৭