কেএমপি'র লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গল্লামারী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির লুন্ঠনের স্বর্ণালঙ্কার, মোবাইল ও ব্যাগ উদ্ধারসহ আসামী ১) মিরাজ@স্পিকার মিরাজ(৩৫), পিতা-ফারুক, সাং-হাজী মহসীন রোড, থানা-খুলনা, এ/পি সাং-করিমনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।