Recent News:

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজা, আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

Posted By: Admin, At 16:33 May 14, 2023
kmp

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) গাজী রবিউল আলম@টগর(৫২), পিতা-মৃত: মোক্তার হোসেন গাজী, সাং-৪৮/১ গোবরচাকা ১ নং ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোহাম্মদ হেলাল(৩৮), পিতা-মৃত: মোজাফ্ফর আহমদ, সাং-দক্ষিণ কাঞ্চনা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম; ৩) মোঃ শফিকুল শেখ(৩৫), পিতা-রফিক শেখ, সাং-যুগীপোল, থানা-খানজাহান আলী এবং ৪) শেখ জাহিদুজ্জমান(৪৪), পিতা-শেখ নিজামউদ্দিন, সাং-দেয়ানা উত্তর পাড়া থানা- দৌলতপুর, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ০৪ গ্রাম আইস এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।