Recent News:

কেএমপি’র অভিযানে চোলাই মদ এবং গাঁজাসহ গ্রেফতার ৪

Posted By: Admin, At 14:00 May 07, 2023
kmp

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) পারভেজ ফকির@ডাবলু(৩০), পিতা-মৃত: মুরাদ ফকির, সাং-টিবি ক্রস রোড, থানা-খুলনা; ২) মোঃ রাজু হোসেন(২৫), পিতা-আবুল কালাম, সাং-গগন বাবু রোড, থানা-খুলনা; ৩) মোঃ মামুন হোসেন(৩০), পিতা-মোঃ আকবার হোসেন, সাং-গগন বাবু রোড, থানা-খুলনা এবং ৪) মোঃ হাবিব শেখ(২৬), পিতা-মৃত: রাজা শেখ, সাং-টিনা বস্তি, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-শেখপাড়া লোহাপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০ লিটার চোলাই মদ এবং ২৩০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।