Recent News:

কেএমপি’র অভিযানে চোলাই মদ, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ গ্রেফতার ৩

Posted By: Admin, At 19:02 March 16, 2023
kmp

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ খায়রুল ইসলাম(২৫), পিতা-রবিউল ইসলাম গাজী, সাং-খড়িয়া, থানা-পাইকগাছা, জেলা-খুলনা; ২) মোঃ হিমেল সেরনিয়াবাদ(২৮), পিতা-মোঃ শাহিন সেরনিয়াবাদ, সাং-কাদেরের খালপাড়, থানা-হরিণটানা, জেলা-খুলনা, এ/পি সাং-কৃষ্ণনগর (শিকদার পেট্রোল পাম্পের পিছনে), থানা-লবণচরা এবং ৩) মোঃ রিয়াজ শেখ(২২), পিতা-মোঃ নাসিমুল শেখ, সাং-কার্তিককুল দক্ষিণপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদেরকে কেএমপি’র খুলনা, হরিণটানা ও আড়ংঘাটা থানা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪৬ লিটার চোলাই মদ, ০৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।