Recent News:

কেএমপি’র অভিযানে গাঁজা এবং দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার ৩

Posted By: Admin, At 14:43 March 15, 2023
kmp

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) ইয়াসিন মোল্লা@নিলয় মোল্লা(২৬), পিতা-মোঃ বেনজির মোল্লা, সাং-ঘাটবিলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট; ২) মোঃ তোরাব আলী শেখ(৩৩), পিতা-ইয়ার আলী শেখ, সাং-চাঁদপুর, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ৩) মোঃ মোজাফফার হোসেন৥সাগর(২৯), পিতা-মোঃ ইমরান হোসেন ভান্ডারী, সাং-নবীনগর ২য় গলি, থানা-সোনাডাঙ্গা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।