খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনীর দক্ষিণ গেইটের সামনে সিএসডি গোডাউন সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) সুরমা খাতুন(২১), স্বামী-আল আমিন হাওলাদার, সাং-তিতলা, থানা-স্বরুপকাঠী, জেলা-বরিশাল, এ/পি সাং-পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনী, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’কে মহানগরীর দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।