Recent News:

১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Posted By: Admin, At 12:26 January 20, 2021
kmp

[20 JANUARY 2021] গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইমরান(২৮), পিতা-মোঃ লোকমান শিকদার, সাং-৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন, এ-ব্লক, থানা-খুলনা এবং ২) মোঃ সাগর হাওলাদার @সোহেল(৪০), পিতা-আঃ মালেক হাওলাদার, সাং-বৈকালী ঝুড়ির ভিটা, সাংবাদিক বাড়ী, থানা-খালিশপুর’দ্বয়কে খুলনা মহানগরীর খুলনা থানা এবং খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।