Recent News:

ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Posted By: Admin, At 09:45 April 20, 2021
kmp

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) রনি হোসেন(২৬), পিতা- মৃত: সাইদুর মোহরী, সাং-বালিপাড়া, থানা-জিয়ানগর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-আলমনগর, নুরানীয়া জামে মসজিদের পাশে, থানা-খালিশপুর এবং ২) মোঃ আশিকুর রহমান@ আশিক(২৪), পিতা-কুবায়েত ভূইয়া, সাং-ঘোড়াদায়ী, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-রোড নং-২৪, হাউজিং নিউ কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরী’দ্বয়কে সংশ্লিষ্ট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।