Missing Person

  • Name: কেএমপি’র দৌলতপুর থানা এলাকা হতে মোঃ নাইমুর হোসেন@সায়াদ'র হারানো বিজ্ঞপ্তিঃ
  • Details: গত ২৮/০২/২০২৩ খ্রি: তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় কেএমপি’র দৌলতপুর থানাধীন পাবলা এলাকা হইতে মোঃ নাইমুর হোসেন@সায়াদ (২৪), পিতা-মোঃ হেমায়েত হোসেন, সাং-শহীদ শেখ আবু নাসের হাসপাতাল রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনা হারিয়ে যায়। সে মানসিক বিকারগ্রস্ত। এ সংক্রান্তে তার পিতা মো: হেমায়েত হোসেন দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের ও বেতার বার্তা প্রেরণ করেন। যার জিডি নং-৭৮, তাং-০২/০৩/২০২৩ খ্রি: এবং বেতার বার্তার নং-১২, তাং-০৫/৩/২০২৩ খ্রি:। উক্ত ভিকটিম মোঃ নাইমুর হোসেন@সায়াদের শারীরিক বর্ণনাঃ- i) গায়ের রং-শ্যামলা ii) উচ্চতা-০৫ ফিট ০৬ ইঞ্চি iii) নাক-লম্বা iv) ওজন-৬০ কেজি। কোন হৃদয়বান ব্যক্তি ভিকটিমের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে জরুরি যোগাযোগ করতে বিশেষ অনুরোধ করছি। ১) অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা- (০১৩২০-০৫৮৫৩৯) ২) ভিকটিমের পিতা- (০১৭২০-২৫০৮০৭)
  • Name: No Name
  • Details: zxzxzxzxzxzxzxz
//